মানবিক পুলিশিং এবং অফিসার ও ফোর্সবান্ধব পুলিশিং এর অগ্রদূত দীর্ঘ ২ বছর ৩ মাস জুড়ে চলমান পর্বের সফল পরিসমাপ্তি টেনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয় গত ১৫ই সেপ্টেম্বর,২০২০ খ্রি. মঙ্গলবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের নব অভিভাবক হিসেবে ডিআইজি ও অতিরিক্ত আইজিপি (ভারপ্রাপ্ত) পদে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকায় যোগদান করেন৷
তিনি যোগদানের পরপরই কার্যালয় আদেশের মাধ্যমে সকল অফিসার ও ফোর্সদের ছুটি মঞ্জুর বা নাকচের বিষয়টি আবেদনকারীর স্ব-স্ব মোবাইল নম্বরে সংশ্লিষ্ট অফিসের সরকারী মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জানানোর জন্য নির্দেশ প্রদান করেন৷

